সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য রাজনীতিতে আসিনি; মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
গত বৃহস্পতিবার বাদ মাগরিব বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাড়াভরা বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, গত কয়েক বছর ধরে ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী এলাকার রাস্তাঘাট উন্নয়ন, সমাজসেবা ও মানবিক উদ্যোগের কাজ চালিয়ে যাচ্ছেন। জনসমর্থন ও দোয়া তাঁকে আরও অনুপ্রাণিত করে—এমন অভিমতও ব্যক্ত করেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, “জনগণ যদি আমাকে প্রতিনিধিত্বের সুযোগ দেন, ইনশাআল্লাহ এলাকার সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের অগ্রগতি এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যেতে সর্বোচ্চ চেষ্টা করব।”
সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, দুবাগ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নেতৃবৃন্দ খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।
