পে স্কেল সংস্কার নিয়ে সচিবালয়ে জাতীয় কমিশনের বৈঠক আগামীকাল

 

পে স্কেল বৈঠক সচিবালয়ে

স্টাফ রিপোর্টার :

স্কেল কাঠামো পুনর্মূল্যায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসবে, যেখানে আলোচনা পরিচালনা করবেন কমিশন প্রধান জাকির আহমেদ খান।

‎কমিশনের জারি করা নোটিশে জানানো হয়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের বর্তমান পে স্কেল ও আর্থিক সুবিধা পর্যালোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত সুপারিশ চূড়ান্ত করার আগে সচিব পর্যায়ের মতামত সংগ্রহকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন : নতুন পে স্কেল বেতন কাঠামো: কোন গ্রেডে কত টাকা বৃদ্ধি পাবে?

‎১ থেকে ১৫ অক্টোবর অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে মতামত নেওয়া হয়। সংগৃহীত তথ্যগুলো নতুন পে স্কেল কাঠামো প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হবে বলে কমিশন জানিয়েছে।

‎জাতীয় বেতন কমিশন গত  (২৭ জুলাই) গঠিত হয় এবং ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি পৃথক পে কমিশনও সরকারি বেতন স্কেল ও সুবিধাদি পর্যালোচনার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ। তার ভাষ্য অনুযায়ী, তিনটি প্রতিবেদন পাওয়া গেলে সেগুলো যাচাই করে নীতিগত সিদ্ধান্ত নির্ধারণ করা হবে। বর্তমান সরকার কাঠামো প্রণয়ন করবে, আর পরবর্তী সরকার বাস্তবায়নের দায়িত্ব নেবে।

‎অর্থ উপদেষ্টা বলেন, গত আট বছরে সরকারি পে স্কেল সংশোধনে দৃশ্যমান অগ্রগতি হয়নি, তাই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ প্রক্রিয়া এগিয়ে নিতে বাজেট সীমাবদ্ধতা এবং সামাজিক খাতের বরাদ্দও বিবেচনায় রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

‎সচিব পর্যায়ের বৈঠকে আলোচনার বিষয়বস্তু ও প্রাপ্ত সুপারিশগুলোই সরকারি কর্মীদের পরবর্তী পে স্কেল সংস্কার চূড়ান্ত করার মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন