সমাজের দুঃস্থ জনগোষ্ঠীর কল্যাণে ক্ষুদ্র অনুদানের পরিবর্তে এককালীন বড় সহযোগিতার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। এতে দারিদ্র্যের হার কমবে এবং উপকারভোগীরা দীর্ঘমেয়াদে স্বনির্ভর হতে পারবে। প্রবাসীদের ক্রমবর্ধমান দানের ফলে দেশের হতদরিদ্র মানুষ উপকৃত হচ্ছে—এ ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান অতিথি ও বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে “সাজুল অ্যান্ড রাজন ফাউন্ডেশন ইউকে” এর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান (উরফে মিয়া)–কে সংবর্ধনা প্রদান করা হয়। বিশ্বনাথ পৌর শহরের এক রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন। পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোসাদ্দিক হোসেন সাজুল-এর স্মরণে বিশ্বনাথ বার্তা সম্পাদক ইলিয়াস আহমদ রাজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সিলেট জেলা জজ আদালতের এপিপি ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেন্টু আলী, বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, শিক্ষাবিদ আবুল কাহার হেকিম উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা আজমল হোসেন শাহরিয়ার, অলংকারী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ মহিলা কলেজের সভাপতি শামীম আহমদ মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহ জাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, ডাচ্-বাংলা ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী ও ইউপি সদস্য বশির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নানু মিয়া, আব্দুল করিম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, লন্ডন প্রবাসী হাজী আলতাব আলী, সাবেক প্রকৌশলী তপন চক্রবর্তী, সোনা উদ্দিন, নুরুনন্নাহার ইয়াসমিন, এম মুখতার হোসাইন, মোঃ খসরু মিয়া, রাজু মিয়া, সেবুল হোসেন, এনাম মিয়া, আলী আহমদ, মুহিবুর রহমান, ইব্রাহিম আলী, মিডিয়াকর্মী আলী হোসেন মোল্লা, বিজয় কর্মকার, জিতু মিয়া, প্রশান্ত বৈদ্য প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ রেদওয়ান আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ইসমাইল হোসেন।
