মামুন সভাপতি, আমিনুল সাধারণ সম্পাদক, মুজাম্মেল সাংগঠনিক সম্পাদক
“নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ–এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। গত ২২ নভেম্বর ২০২৫ তোফখানা, ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দেশের ৮ বিভাগ থেকে আগত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের সাবেক পরিচালক নুর মোহাম্মদ আলম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ বারি, জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, এবং ইসলামিক ফাউন্ডেশনের তিন ফিল্ড সুপারভাইজার—মাওলানা বদরুদ্দোজা, মাওলানা লত্ফুর রহমান ও মাওলানা বদরুদ্দোজা (সাভার)।
প্রতিনিধিদের ভোটে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—
- সভাপতি: মাওলানা আব্দুল্লাহ আল মামুন
- সাধারণ সম্পাদক: মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী
- সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুজাম্মেল হক
পরবর্তীতে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সভায় শিক্ষকদের ন্যায্য অধিকার, সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র উপস্থাপন করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন— “শিক্ষকদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ। অধিকার প্রতিষ্ঠার পথে আমাদের অঙ্গীকার অটুট।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কে এম মিনহাজ উদ্দিন, মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী, মাওলানা জাফর সালেহ, কারী আব্দুল হাকিম, মাওলানা নজমুল হক নসিব, মাওলানা হাফিজ নওফল আহমদ, মাওলানা মুফতি লোকমান খান নবীন, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা এখলাছুর রহমান সিতু প্রমুখ।
