বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলু মিয়া ( ২৩ নভেম্বর) রোববার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। চেয়ারম্যান আতিকুর রহমান লিটন যুক্তরাজ্য সফরের কারণে এই দায়িত্ব অস্থায়ীভাবে হস্তান্তর করা হয়।
পরিষদ সূত্র জানায়, লিটন (২১ নভেম্বর) দেশ ছাড়েন এবং এর আগে ফজলু মিয়াকে দায়িত্ব প্রদান করেন।
রোববার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিষদের সদস্যরা। দায়িত্ব গ্রহণের পর ফজলু মিয়া বলেন, ইউনিয়নবাসীর সেবা নিশ্চিত করতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ফায়ার সার্ভিসের ওয়ার ইন্সপেক্টর মুনিম সারওয়ার, সদস্য হানিফ আলী, বশির উদ্দিন, ছগির আলী, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নুরবী বেগম, শাহিনা বেগম, আমিনা বেগম, সচিব সুকান্ত দেবনাথ এবং ফজলু মিয়ার পিতা আব্দুস সাত্তার।
