মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। তারা শহরের যানজট, পর্যটনের সম্ভাবনা, মাদক বিস্তার, কিশোর অপরাধ, চুরি–ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমাধানে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “নির্বাচনের বোঝা নিয়ে এসেছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসন সার্থক।”
তিনি প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা, সেবার গতি বৃদ্ধি এবং গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
