দেশের স্বর্ণবাজারে আজ ২৪ নভেম্বর, সোমবার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার ঘোষিত মূল্যে আজও স্বর্ণ বিক্রি হচ্ছে। নতুন কোনো সমন্বয় বা ঘোষণা না থাকায় বাজারে পূর্বের নির্ধারিত দামই কার্যকর।
আজকের বাজারে স্বর্ণের দাম ( ভরি প্রতি)
| ক্যারেট | দাম (ভরি) |
|---|---|
| ২২ ক্যারেট | ২,০৮,১৬৭ টাকা |
| ২১ ক্যারেট | ১,৯৮,৬৯৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৭০,৩১৮ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,৪১,৬৪৮ টাকা |
গত শুক্রবার, ২১ নভেম্বর, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পতনের প্রভাব বিবেচনায় বাজুস ভরিতে সর্বোচ্চ ১,৩৫৩ টাকা পর্যন্ত দাম কমিয়েছিল। এরপর দুই দিন ধরে বাজার স্থিতিশীল থাকায় আজ নতুন কোনো সমন্বয় আনা হয়নি।
আউন্সপ্রতি দাম ও স্থানীয় তেজাবি স্বর্ণের মূল্যের দিক পরিবর্তনের ভিত্তিতে বাজার সমন্বয় করা হয়। ঘোষিত মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।