সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

 

স্টাফ রিপোর্টার :

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, ৪৮ বিজিবি। ভারত থেকে আনা পেঁয়াজ, শাড়ি, ক্রিম, চিনি ও অন্যান্য উপকরণসহ বাংলাদেশ থেকে পাচারকৃত রসুন, শিং মাছ এবং অবৈধ নৌকা আটক করা হয়। ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, জব্দকৃত মালামালের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎অভিযানটি সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পরিচালিত হয়, যার মধ্যে বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম, কালাইরাগ, সোনালীচেলা, বাংলাবাজার ও সংশ্লিষ্ট বিওপি অঞ্চল অন্তর্ভুক্ত। জব্দকৃত মালামালে শীতের কম্বল, জিরা, পান, পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস ফেসওয়াশ, বডি স্প্রে, চিনি, চকলেট, সনপাপড়ি এবং অবৈধ নৌকা রয়েছে।

‎৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান রোধ করা এবং মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও শক্তিশালী করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন