জকিগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


জকিগঞ্জ প্রতিনিধি


‘এদেশ আমাদের—এখানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ এমন আহ্বান জানিয়ে সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী আবুল হাসান বলেছেন, “দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় অনৈক্য পরিহার করে আদর্শবান ও নৈতিক চরিত্রসম্পন্ন নাগরিক হয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে।”

২৩ নভেম্বর (রবিবার) বিকেলে জকিগঞ্জ ডাকবাংলো মাঠে উপজেলা ও পৌর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক শায়খ এবিএম সিরাজুল মামুন বলেন, “৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর মানুষ বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় বুক বেঁধেছে। এবার ভোটাররা সৎ, আদর্শবান ও খোদাভীরু নেতৃত্বকে বেছে নিতে চান।”
তিনি আরো বলেন, “জকিগঞ্জ-কানাইঘাটবাসী ভাগ্যবান—কারণ মুফতী আবুল হাসান একজন জননন্দিত, আদর্শবাদী ও জনবান্ধব আলেমে দ্বীন। নির্বাচিত হলে তাঁর দরজা জনগণের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে।”

সম্মেলনে বক্তারা নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। সম্মেলন পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এবং যুব মজলিস সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
– মাওলানা মুখলিছুর রহমান, সহ-সভাপতি, সিলেট জেলা
– মাওলানা আবদুস সালাম
– মাওলানা দিলওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ও সিলেট-৩ সম্ভাব্য প্রার্থী
– মাঈদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব মজলিস

এছাড়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে সংসদ সদস্য প্রার্থী মুফতী আবুল হাসানের সমর্থনে ‘দেওয়াল ঘড়ি’ মার্কায় একটি বিশাল গণমিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন