হামজার জোড়া গোল, তবু নেপালের সঙ্গে জয় হাতছাড়া বাংলাদেশের

ছবি : সংগ্রহকৃত

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ আর নেপালের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই শেষ পর্যন্ত সমতার মধ্য দিয়ে শেষ হলো। হংকংয়ের বিপক্ষে গোল হজমের পর এবারও লাল-সবুজের প্রতিনিধিরা শেষ মুহূর্তে জয় হাতছাড়া করলো।

প্রথমার্ধে একমাত্র রোহিত চাঁদের গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে উত্তেজনা ছড়াতে থাকে। দলের একমাত্র নক্ষত্র হামজা চৌধুরী প্রথমে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে সমতা এনে দেন। এরপর পেনাল্টি থেকে নিজের ঠান্ডা মাথা কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন হামজা।

যদিও এই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অতিরিক্ত সময়ে অনন্ত তামাং কর্নার থেকে গোল করে নেপালকে সমতায় ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ এবং নেপাল মাঠ ছাড়ে ২-২ গোলে।

ম্যাচের শুরু থেকেই দুই দলই খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া কর্নার কার্যকর করতে পারেননি। ২০ মিনিটেও কর্নার পায় বাংলাদেশ, কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি লাল-সবুজের ফুটবলাররা।

২৯ মিনিটে আচমকাই গোল হজম করে বাংলাদেশ। নেপালের আক্রমণে কাট ব্যাক থেকে রোহিত চাঁদ বল জালে জড়ান। প্রথমার্ধের শেষ মুহূর্তে ফাহিম ক্রস থেকে হেড শট নিলেও তা গোলকিপারের হাতে আটকে যায়।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৬ মিনিটে হামজা চৌধুরী লড়াইয়ে অবিশ্বাস্য এক বাইসাইকেল গোল করে মাঠ মাতান। পরবর্তীতে রাকিবকে ফাউল করলে বাংলাদেশ পায় পেনাল্টি। এই স্পট কিকও সফলভাবে জালে জড়ান হামজা। এই মুহূর্তে মনে হচ্ছিল জয় বাংলাদেশকে নিশ্চিত করবে।

তবে শেষ মুহূর্তে নেপালের কর্নার থেকে আসা বল পা ছুঁইয়ে সমতা আনে অনন্ত তামাং। লাল-সবুজের ফুটবলাররা হাবুডুবু খেললেও জয় হাতছাড়া হলো।

বাংলাদেশের একমাত্র লড়াকু নক্ষত্র হামজা চৌধুরীর উজ্জ্বল পারফরম্যান্স এবং দলের শেষ মুহূর্তের হতাশাজনক সমতার চিত্র দেখালো, কীভাবে লাল-সবুজের ফুটবল এখনো আশা আর চ্যালেঞ্জের মাঝে ঝুলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন