এনজিও ব্যুরোর নিবন্ধন পেল ‘নকশী বাংলা ফাউন্ডেশন’


সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নকশী বাংলা ফাউন্ডেশন’ প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫ ইং) ঢাকায় এনজিও ব্যুরোর সহকারী পরিচালক শরিফ আহমদ নকশী বাংলা ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন।

নিবন্ধন গ্রহণ করেন সংগঠনের সভাপতি প্রিন্সিপাল মো. শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল এবং প্রচার ও দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান

অনুষ্ঠানে এনজিও ব্যুরোর সহকারী পরিচালক শরিফ আহমদ বলেন, “নকশী বাংলা ফাউন্ডেশন ইতোমধ্যেই সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এনজিও ব্যুরোর নিবন্ধন পাওয়ার মাধ্যমে সংগঠনটি বৃহত্তর পরিসরে কাজ করতে পারবে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশে থেকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।”

সভাপতি প্রিন্সিপাল মো. শাহীনুর রহমান চৌধুরী বলেন, “দীর্ঘ ও কঠিন প্রক্রিয়ার পর পাওয়া এই নিবন্ধন আমাদের জন্য একটি বড় সাফল্য। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে নকশী বাংলা ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে।”

সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল বলেন, “সংস্থাটি দীর্ঘ দুই যুগ ধরে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে ২০০৮ সালে রেজিস্ট্রেশন পাওয়ার পর এবার এনজিও ব্যুরোর অনুমোদন আমাদের কার্যক্রমে নতুন দিগন্ত খুলে দিলো। ইনশাআল্লাহ, সামাজিক কল্যাণ ও মানবিক সেবায় আমরা আরও ব্যাপকভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন,“ সংস্থার প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, আজীবন সদস্য ও কার্যকরী পরিষদের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার ফলেই আজকের এই সাফল্য। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন