বিশ্বনাথে বিশিষ্ট ব্যবসায়ী ও শালিশ ব্যক্তিত্ব হাজী ফখরুল ইসলামের ইন্তেকাল



বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং শালিশে খ্যাত ব্যক্তিত্ব হাজী ফখরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন হাজী ফখরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে ২০১০ সালে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তিতারাইস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাজী ফখরুল ইসলাম জীবদ্দশায় ব্যবসায়িক দক্ষতা ছাড়াও এলাকার এক জন প্রভাবশালী শালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন