জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ পৌর ব্যবসায়ী কমিটির দুই বছর মেয়াদি নির্বাচন আগামী ২৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিগত ৯ অক্টোবর ২০২৫ তারিখের বিশেষ সভা এবং জকিগঞ্জ পৌরসভার স্মারক নং জকি/পৌর/স্বা/২০২৫/৩৫৯, তারিখ ৩০ অক্টোবর ২০২৫ অনুসারে প্রকাশিত গণবিজ্ঞপ্তি মোতাবেক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত শিডিউল ক্রয় ও জমা দিতে হবে। ২০ নভেম্বর ২০২৫ তারিখে প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—
- ভোটদানের সময় ট্রেড লাইসেন্সের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
- ২০২৫–২৬ অর্থবছরের হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে।
- এক ব্যক্তি একবারই ভোট দিতে পারবেন, একাধিক দোকান বা লাইসেন্স থাকলেও দ্বিতীয়বার ভোট দেওয়া যাবে না।
- ভোটার তালিকার বাইরে কেউ ভোট দিতে পারবেন না।
- অনিয়ম বা জালিয়াতি ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোটগ্রহণ শেষে ঐ দিনই ফলাফল ঘোষণা করা হবে। পরদিন ৩০ নভেম্বর ২০২৫ তারিখে নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস।
