জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ভোটগ্রহণ ২৯ নভেম্বর


জকিগঞ্জ প্রতিনিধি


জকিগঞ্জ পৌর ব্যবসায়ী কমিটির দুই বছর মেয়াদি নির্বাচন আগামী ২৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিগত ৯ অক্টোবর ২০২৫ তারিখের বিশেষ সভা এবং জকিগঞ্জ পৌরসভার স্মারক নং জকি/পৌর/স্বা/২০২৫/৩৫৯, তারিখ ৩০ অক্টোবর ২০২৫ অনুসারে প্রকাশিত গণবিজ্ঞপ্তি মোতাবেক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত শিডিউল ক্রয় ও জমা দিতে হবে। ২০ নভেম্বর ২০২৫ তারিখে প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—

  • ভোটদানের সময় ট্রেড লাইসেন্সের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
  • ২০২৫–২৬ অর্থবছরের হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে।
  • এক ব্যক্তি একবারই ভোট দিতে পারবেন, একাধিক দোকান বা লাইসেন্স থাকলেও দ্বিতীয়বার ভোট দেওয়া যাবে না।
  • ভোটার তালিকার বাইরে কেউ ভোট দিতে পারবেন না।
  • অনিয়ম বা জালিয়াতি ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ভোটগ্রহণ শেষে ঐ দিনই ফলাফল ঘোষণা করা হবে। পরদিন ৩০ নভেম্বর ২০২৫ তারিখে নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন