বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার সমর্থনে কামালপুর গ্রামবাসীর উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৮টায় কামালপুর গ্রামের মোঃ আছাব আলী সাহেবের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আছাব আলী। সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন ও ছাত্রদল নেতা শেখ নাঈম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির,বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, , পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক শেখ হারুন রশীদ, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু, স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন, শ্রমিকদল নেতা আনসার মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান ও যুবদল নেতা আমির উদ্দিন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন তাজুল ইসলাম, ইছাক আলী, ইসমত আলী, আব্দুর রব, সায়েদুর রহমান সাঈদ, সোনা মিয়া, শেখ ফারুক, আব্দুল আলী, সিতাব আলী, লিয়াকত, মনফর, ইসমত ও শামীম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর মাত্র পাঁচ বছরে এ জনপদে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেন। সেই উন্নয়নের ধারাবাহিকতায় আজও মানুষের হৃদয়ে তাঁর নাম অমলিন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ম্যাডামকে সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে তারা বদ্ধপরিকর।
বক্তারা আরও বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তাহসিনা রুশদী লুনা ম্যাডামের বিজয় মানেই আমাদের সবার বিজয়, গণতন্ত্রের বিজয়।”
তাঁরা সব ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে এলাকায় ঐক্য ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল খালিক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজু।
