
সিলেটের জকিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতাররা হলেন— কেরাইয়া গ্রামের গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫), বাল্লা গ্রামের রাহেল আহমদ (৩৫) এবং ছালিয়াকাপন গ্রামের রুহুল আমীন (৩৩)।
অভিযানে ১১০ বোতল বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার তদন্ত পরিদর্শক সুজন মিয়া বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের চলমান কর্মসূচির অংশ। আটক চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।