জকিগঞ্জে প্রথমবারের মতো জিপিএস ট্র্যাকার সেবা চালু

'নজর’ আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন


জকিগঞ্জ প্রতিনিধি


জকিগঞ্জে প্রথমবারের মতো জিপিএস ট্র্যাকার সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত প্রতিষ্ঠান ‘নজর’। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের আইডিয়াল স্কুল গেইটে অবস্থিত নজর-এর নতুন আঞ্চলিক অফিসে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির আঞ্চলিক পরিচালক সাইফুর রহমান মাছুম, এবং সঞ্চালনা করেন আঞ্চলিক প্রতিনিধি তারেক আহমদ নাহিদ। প্রধান অতিথি ছিলেন কোম্পানির বিভাগীয় পরিচালক রিজওয়ানুল বারী। এছাড়াও কোম্পানির মার্কেটিং বিভাগের কর্মকর্তা রিমন আহমেদসহ একাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

স্থানীয় সমাজের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার তরুণ সমাজসেবক ও প্রবাসী নেতা ফয়সল আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষানবিশ চিকিৎসক (সেকমো) ডা. রুবেল আহমদ, ব্যবসায়ী মুসলিম উদ্দিন, ফুলকলি কোম্পানির আঞ্চলিক পরিবেশক ও উদ্যোক্তা মনজুরুল করিম, ব্যবসায়ী আব্দুস সাত্তার, এবং জকিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক সমিতির সহ-সভাপতি মনা আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আধুনিক যুগে যানবাহন নিরাপত্তা ও চলাচল ব্যবস্থাপনায় জিপিএস ট্র্যাকার একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। নজর কোম্পানি দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে সেবা দিয়ে আসছে, আর এবার জকিগঞ্জে এই সেবা চালুর মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হলো।

উদ্বোধন শেষে অতিথিরা জকিগঞ্জ সিএনজি ও মাইক্রোবাস শ্রমিক সমিতির কার্যালয়ে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরে তারা পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

স্থানীয় বিশিষ্টজনেরা নজর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সানিম আহমদ, এক্সিকিউটিভ ডিরেক্টর রিজওয়ানুল বারী ও আঞ্চলিক পরিচালক সাইফুর রহমান মাছুমকে ধন্যবাদ জানিয়ে বলেন, জকিগঞ্জে প্রথমবারের মতো এই প্রযুক্তিনির্ভর সেবা চালু করে তারা নিরাপত্তা ব্যবস্থার নতুন অধ্যায় সূচনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন