তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আনিসুল হক নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে হাজারো নেতা–কর্মী ও সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে তিনি তাহিরপুর উপজেলা সদর বাজারে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা বিএনপি আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, সদস্য আবুল কালাম, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুরাদ মিয়া, সদস্য এমদাদুল হুদা, ভাস্কর রায়, একে এম নাসের উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল বারিক এবং কৃষকদলের সদস্য সচিব আবুল কালামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী।
পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে থানা মোড়ের দিকে পদযাত্রা করেন এবং উপজেলা সদর হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেন। এ সময় ফুল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো তাহিরপুর উপজেলা এলাকা।
তাহিরপুর উপজেলা সদর বাজারে হাজারো নেতা–কর্মী ও সাধারণ জনতার অংশগ্রহণে অনুষ্ঠানটি একসময় জনসমাবেশে রূপ নেয়।
এসময় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব মো. আনিসুল হক বলেন,
আমি একা নই, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার প্রতিটি নেতা–কর্মী ও সাধারণ মানুষই ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত। আমি কেবল একটি মাধ্যম মাত্র। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।”
