বিপিএলে নতুন নামে ফিরছে সিলেট, মালিকানা পেল ক্রিকেট উইথ সামি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে নতুন নাম ও নতুন মালিকানায় ফিরছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। এবার দলটি খেলবে সিলেট টাইটান্স নামে। ইতোমধ্যে দল গোছানোর কাজও শুরু করে দিয়েছে তারা।

ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিনার নাসুম আহমেদ-কে। ফ্র্যাঞ্চাইজিটির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল সিলেটের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘ক্রিকেট উইথ সামি’ প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক স্বচ্ছতা ও অন্যান্য বিষয় মূল্যায়নের পরই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী আসরে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। পুরনোদের মধ্যে রংপুর রাইডার্স (মালিকানা: টগি স্পোর্টস) এবং ঢাকা ক্যাপিটালস (মালিকানা: চ্যাম্পিয়ন স্পোর্টস) থাকছে। নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চট্টগ্রামের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস এবং রাজশাহীর মালিকানা নিয়েছে নাবিল গ্রুপ।

সিলেটের ফ্র্যাঞ্চাইজির জন্য এটি সপ্তমবারের মতো নাম পরিবর্তন। এর আগে দলটি সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স এবং সর্বশেষ সিলেট স্ট্রাইকার্স নামে অংশ নিয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৯ ডিসেম্বর বিপিএলের আসর শুরু হতে পারে এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি। খেলোয়াড় ড্রাফট আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, বারবার নাম পরিবর্তনের এই ধারা বন্ধ করতে এবার কঠোর অবস্থান নিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে এখন থেকে আর কোনো দলের নাম পরিবর্তন করা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন