আমার দীর্ঘ বিশ্বাস দল আমাকে পুনর্মূল্যায়নের সুযোগ দেবে : মনোনয়ন বঞ্চিত কামরুল


মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা জানাতে এসেছি, ধানের শীষের কথা বলতে এসেছি। দল আমাকে প্রাথমিক মনোনয়ন থেকে বঞ্চিত করেছে, তবে আমি আশাবাদী বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দল আমাকে পুনর্মূল্যায়নের সুযোগ দেবে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীপুর বাজার এলাকায় এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ ও আসগর আলীর যৌথ সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য চাঁন মিয়া মাস্টার, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম ও উপজেলা ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল।

উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, সাবেক তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শামছু মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য নাসরুম মিয়া, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি হামিদুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল করিম, ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদসহ শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন