তৃতীয় দফায় আরও ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ২৩ জেলায় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ঘোষণা করে। সাম্প্রতিক এক সপ্তাহে এটি ডিসি বদলির তৃতীয় ধাপ এর আগে ৮ নভেম্বর ১৫ জেলা এবং ৯ নভেম্বর ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ হয়েছিল।

‎নতুন নিয়োগ অনুযায়ী চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, পাবনা, ঢাকা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা এবং রাঙামাটিতে নতুন জেলা প্রশাসক দায়িত্ব নিতে যাচ্ছেন।

‎এই রদবদলের মধ্যে নারায়ণগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে স্থানান্তর করে চট্টগ্রামের ডিসি পদে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসান। মুন্সিগঞ্জে নতুন ডিসি হিসেবে যোগ দেবেন পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী। নেত্রকোণার ডিসি হচ্ছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান, আর চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব নিচ্ছেন অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ।

‎নওগাঁয় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। খাগড়াছড়িতে যোগ দিচ্ছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত। কুমিল্লার ডিসি হচ্ছেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান। নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে চুক্তি পেয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির।

‎পাবনায় দায়িত্ব নিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা। ঢাকার নতুন ডিসি হিসেবে যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম। রংপুর জেলার প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান। যশোরের ডিসি হিসেবে যাচ্ছেন ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসান। মেহেরপুরের প্রশাসনিক দায়িত্ব নিতে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির।

‎নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম। গাজীপুরে প্রেরিত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন। গাইবান্ধায় যোগ দিচ্ছেন ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। কুড়িগ্রামের ডিসি হচ্ছেন ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথ। মাদারীপুরে যাচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম। মৌলভীবাজারে দায়িত্ব পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল। বরিশালের নতুন জেলা প্রশাসক হচ্ছেন এমআরটি লাইন–৫ নর্দার্ন রুট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমন। বরগুনায় যাচ্ছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার। রাঙামাটির ডিসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী।

‎এদিকে, আগের দুই দফায় জারি করা দুটি বদলি আদেশ বাতিল করা হয়েছে। ৮ নভেম্বর বরগুনার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এবং ৯ নভেম্বর মেহেরপুরে বদলি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন