দোয়ারাবাজারে জামায়াতের বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত


শাহ্ মাশুক নাঈম :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার লামাসানিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির ডা. হারুনুর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের কল্যাণমূলক কাজে রুকনদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিশেষ করে শিক্ষা, মানবিক সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে এর সমাধানে সক্রিয় ভূমিকার ওপর তারা গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান জাতীয় ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সাংগঠনিক কর্মপরিকল্পনাকে যুগোপযোগী করা সময়ের দাবি। এজন্য সদস্যদের নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক নেতৃত্বে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতি গুরুত্ব দিয়ে দোয়া পরিচালনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন