জাফলংয়ে অনলাইন জুয়া খেলায় ৪ জনের কারাদণ্ড


গোয়াইনঘাট প্রতিনিধি:

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অনলাইন জুয়া খেলার অপরাধে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

‎শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে জাফলংয়ের মামার বাজারসহ একাধিক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া এলাকার রহিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২১), আফসের আলীর ছেলে ইমরান আহমদ (২০), হাফেজ মিয়ার ছেলে আবু হাসান (১৯) এবং লাখেরপাড় এলাকার মৃত তকলিছ আলীর ছেলে মো. আলীম উদ্দিন (৩৫)।

‎মোবাইল কোর্ট পরিচালনার সময় গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ, এএসআই রেজোয়ান মোল্লাসহ স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অভিযান শেষে যুবসমাজের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন,অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। মোবাইল ফোন হাতের নাগালে থাকায় অনেকেই অবৈধ জুয়ার ফাঁদে পা দিচ্ছে। এতে শুধু ব্যক্তির অর্থনৈতিক ক্ষতি নয়, নষ্ট হচ্ছে নৈতিকতা, পরিবারে তৈরি হচ্ছে অশান্তি এবং সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা। তরুণ প্রজন্মের প্রতিভা ও সময় ইতিবাচক কাজে ব্যবহৃত হওয়া প্রয়োজন। কোনোভাবেই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন,পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, মোবাইলে কী ব্যবহার করছে এসব বিষয়ে নজরদারি বাড়াতে হবে। সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সহজ হবে।

‎তরুণ সমাজকে আহ্বান জানিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, আপনারা পড়ালেখা, কাজ, সৃজনশীল উদ্যোগ ও সুস্থ বিনোদনে সময় দিন। নিজের ভবিষ্যৎ অন্ধকার করার মতো কাজ থেকে দূরে থাকুন। আমরা সবসময় তরুণদের পাশে আছি; তবে অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন