আনিসুল হকের পক্ষে ৪নং ওয়ার্ডে ধানের শীষের জয়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

 

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ

‎শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আয়োজিত এই বৈঠকের সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলী। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ ভোটার, নারী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে আনিসুল হককে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

‎বৈঠকে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অবহেলিত সুনামগঞ্জ-১ আসনকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে ধানের শীষ ছাড়া বিকল্প নেই। তাদের মতে, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাতে হবে।

‎বক্তারা আরও জানান, আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে কাজ করছেন। নির্বাচিত হলে তিনি এ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন।

‎উক্ত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম আখঞ্জী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছামাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী এবং ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া।

‎এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ ভোটাররাও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন