আবার কমল সোনার দাম, ভরি ২ লাখ সাত হাজার টাকার নিচে

 



‎বৈশ্বিক বাজারে স্বর্ণের বড় ধসের প্রভাব পড়ল দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দর কমে চার হাজার ৬০ ডলারে নেমে আসায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয় করেছে।

‎মঙ্গলবার(১৮ নভেম্বর ) বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম কমে যাওয়ায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দর বুধবার থেকে কার্যকর হবে।

‎ভালো মানের স্বর্ণ দুই লাখ সাত হাজার টাকার নিচে

নতুন মূল্য কাঠামো অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন দাঁড়িয়েছে ২,০৬,৯০৮ টাকায়, যা আগের তুলনায় কম। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৭,৪৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১,৬৯,২৯১ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১,৪০,৭৬১ টাকা। সব মিলিয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৩৬৪ টাকা পর্যন্ত মূল্যহ্রাসের ফলে সব মানের স্বর্ণেই দামের দৃশ্যমান কমতি লক্ষ্য করা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন