আজকের বাজারে স্বর্ণের দাম কত – ১৯ নভেম্বর ২০২৫

ভরিতে স্বর্ণের দাম কমল ১ হাজার ৩৬৪ টাকা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা নির্ধারিত হয়েছে।

মঙ্গলবার বাজুস পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম বুধবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

‎আজকের বাজারে স্বর্ণের দাম ( ভরি প্রতি)

ক্যারেট                              দাম (ভরি)
২২ ক্যারেট                            ২,০৬,৯০৮ টাকা
২১ ক্যারেট             ১,৯৭,৪৯৫ টাকা
১৮ ক্যারেট ১,৬৯,২৯১ টাকা
সনাতন পদ্ধতি ১,৪০,৭৬১ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কমে প্রতি আউন্স ৪,০৬০ ডলারে নেমে আসায় দেশের বাজারেও সমন্বয় আনা হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের দামের নিম্নগতিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

বাজুসের নিয়ম অনুযায়ী, ঘোষিত ভরিতে স্বর্ণের দামের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন