উত্তরাধিকার সনদ সংক্রান্ত মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও সদস্য এমাদ উদ্দিন কারাগারে


জকিগঞ্জ প্রতিনিধি 

উত্তরাধিকার সনদ–সংক্রান্ত জালিয়াতির এক মামলায় জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও ইউপি সদস্য এমাদ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) তারা জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের সদস্যদের মধ্যে সম্পদ ও উত্তরাধিকার বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ বিদ্যমান। অভিযোগ রয়েছে—এক পক্ষ ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে চেয়ারম্যান আব্দুস ছাত্তারের কাছ থেকে একটি উত্তরাধিকার সনদ আদায় করে। পরবর্তীতে বিষয়টি যাচাই করে পূর্বে ইস্যুকৃত সনদটি বাতিল করে নতুন সনদ প্রদান করা হয়।

চেয়ারম্যান আব্দুস ছাত্তারের পরিবারের দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন—পারিবারিক বিরোধের জের ধরে তাকে ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে।

অন্যদিকে বাদীপক্ষ মামলার অভিযোগ অটুট রেখে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। ন্যায্য তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন