মনোনয়ন বঞ্চনার ক্ষোভে উত্তাল তাহিরপুর: ‘কামরুল ছাড়া মানি না’ স্লোগানে শ্রীপুর বাজার মুখরিত


তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার মঙ্গলবার বিকেলে পরিণত হয় উত্তাল মিছিল-সমাবেশের অঙ্গনে। বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাজারজুড়ে মুখরিত হয়ে ওঠে স্লোগান—“কামরুল ছাড়া মানি না”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি ছিল সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের মনোনয়ন বঞ্চিত নেতা—হাওরবন্ধু খ্যাত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের প্রতি পূর্ণ সমর্থন জানানোর অংশ হিসেবে।

মিছিল শুরুর পর থেকেই অংশগ্রহণকারীরা বারবার ধ্বনি তোলে— “এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না।”

মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা কবির আহমেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন তালুকদার। তিনি বলেন, “প্রাথমিক মনোনয়নে আমাদের নেতা কামরুজ্জামান কামরুল বঞ্চিত হলেও তৃণমূল বিএনপি তাঁর প্রতি পূর্ণ আস্থাশীল। আমরা বিশ্বাস করি, চূড়ান্ত মনোনয়নে দল যোগ্য নেতৃত্বকেই মূল্যায়ন করবে।”

তার বক্তব্যে শতশত নেতা-কর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে সমর্থন জানান। পরে তারা শ্রীপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামরুলের প্রতি তাদের দৃঢ় আস্থা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন