একতা মেধা অন্বেষণ (এস্পোক) বৃত্তি-২০২৫ পরীক্ষা সম্পন্ন


মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা সদরের কাজিরবাজারে স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন একতা স্পোর্টিং ক্লাব (এস্পোক) এর উদ্যোগে “একতা মেধা অন্বেষণ বৃত্তি-২০২৫” পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের পরীক্ষাটি মরহুম সিরাজুজ্জামান চৌধুরী (৫ম শ্রেণি), মরহুম সৈয়দ তর্শেদ হোসেন (৮ম শ্রেণি) এবং মরহুম গিয়াসউদ্দিন চৌধুরী (১০ম শ্রেণি) – এই তিন জন বিশিষ্ট ব্যক্তির স্মরণে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা সৈয়দ ইফতেয়ার হোসেন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, ফরহাদ চৌধুরী বিপ্লবসহ এলাকার সুধীজন।

এ পরীক্ষায় পৃষ্ঠপোষকতা করেছেন লন্ডনপ্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দ আক্তার হোসেন বাবু, আকিকুজ্জামান চৌধুরী টিটু এবং ফরহাদ উদ্দিন চৌধুরী বিপ্লব।

একতা স্পোর্টিং ক্লাবের একঝাঁক তরুণ, শিক্ষিত ও উদ্যমী স্বেচ্ছাসেবীর আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়। প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন