আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ক্লাব মাঠে শরীয়ত আলী তালুকদারের সভাপতিত্বে এবং মো. ইসমাইল মিয়ার সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তৃতা করেন আমীর হোসেন মোল্লা, মোহাম্মদ আলী মিলন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান ও আমজাদ হোসেন প্রমুখ। পরে প্রার্থী জাহাঙ্গীর আলম তাঁর সমর্থকদের সঙ্গে বাংলাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, “আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “বেকারত্ব দূর করতে দেশ–বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আত্মপ্রত্যয়ী যুবকদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা।”
এ সময় তিনি শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
জাহাঙ্গীর আলম আরও জানান, “আমি ‘জাবা মেডিকেল’-এর মাধ্যমে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের ছয় লাখ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। জনগণ আমাকে নির্বাচিত করলে বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করবো।”
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য ও মানবিক কর্মকাণ্ড বিবেচনায় তারা তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
