সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হান্নান হানাই (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ( ৯ নভেম্বর) ভোরে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী ডাউকেরগুল গ্রামের ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনসহ ৭-৮ জন লোক বাখালছড়ার নিজ বাড়িতে হামলা চালায় হান্নানের ওপর। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর জখম হন তিনি। পরে স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার অভিযোগ করেছে, সম্প্রতি প্রবাসে ছেলেকে পাঠানোর জন্য হান্নান জমি বিক্রি করে ঘরে ১০ লাখ টাকা রেখেছিলেন। সেই টাকা লুটের উদ্দেশ্যেই ফারুক ও মঈন নেতৃত্বে হামলাকারীরা তাকে হত্যা করে অর্থ নিয়ে যায় বলে পরিবারের দাবি।
তবে স্থানীয়দের একটি অংশ বলছে, বছরখানেক আগে জমি নিয়ে বিরোধের জের ধরে ফারুক আহমদের সঙ্গে হান্নানের সংঘর্ষ হয়, এ ঘটনা ফারুক আহত হন। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের প্রতিশোধেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীরা জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফারুক ও মঈন প্রায় ২৫ বছর কারাভোগের পর তিন বছর আগে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসে। এরপর থেকে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, “হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
