মুরাদ মিয়া, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কাশেমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত আবুল কাশেমের বিষয়ে পুনর্বিবেচনার পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আবুল কাশেম দলের কাছে আবেদন করার পর বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করা হয়। মূল্যায়নের ভিত্তিতে তার বিরুদ্ধে গৃহীত পূর্ব সিদ্ধান্ত বাতিল করে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
