ঢাকার বংশালে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং নিচে পড়ে তিন পথচারী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ।
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, কেপি ঘোষ স্ট্রিটের ভবনটির রেলিং ভূমিকম্পের ঝাঁকুনিতে ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত আরেকজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
সকালে ছুটির দিনে হঠাৎ তীব্র কম্পনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উপকেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে, ভূমির ১০ কিলোমিটার গভীরে।
নিহতদের পরিচয় ও তাদের পরিবারের কাছে তথ্য পৌঁছানোর কাজে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।
