অবশেষে প্রত্যাহার মৌলভীবাজারের ‘দরবেশ’ ডিসি ইসরাঈল হোসেন

মৌলভীবাজার প্রতিনিধি:

বিতর্ক, সমালোচনা ও আন্দোলনের মুখে অবশেষে প্রত্যাহার করা হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাঈল হোসেনকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌহিদুজ্জামান পাভেল।

মৌলভীবাজারে ‘দরবেশ’ ডিসি হিসেবে পরিচিত ইসরাঈল হোসেন নানা সময় আলোচনায় আসলেও শেষ দিকে তিনি জড়িয়ে পড়েন তীব্র সমালোচনায়। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকাকালে দুর্নীতির অভিযোগে আলোচনায় আসেন তিনি। মৌলভীবাজারে যোগদানের পর স্থানীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত, কথিত ফান্ডের নামে অর্থ গ্রহণ এবং সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

একাধিক কর্মকর্তা সংস্থাপন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। কেউ কেউ ত্যক্ত হয়ে বদলি নিয়ে মৌলভীবাজার ছেড়েও যান।

তবে বিতর্কের মধ্যেও প্রশাসনে কিছু দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হন তিনি। একাংশ তাঁর সাহসী উদ্যোগের প্রশংসা করলেও অন্য অংশ মনে করেন, তিনি ছিলেন পক্ষপাতদুষ্ট এবং জামায়াতপন্থী একটি গোষ্ঠীর প্রভাবে পরিচালিত। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় নানা বিতর্ক।

তাঁর প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ হতাশা ব্যক্ত করেছেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি যেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকল মতের কর্মকর্তাদের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ন্যায়নিষ্ঠ ভূমিকা রাখতে পারেন— এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন