জকিগঞ্জ প্রতিনিধি
চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি, দালালি ও মাদক নির্মূলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জের আটগ্রামে আজ এক গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় আটগ্রাম বাসস্ট্যান্ডে দুর্নীতি দমন পরিষদ, কাজলসার ইউনিয়ন পরিষদ-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কানাইঘাট উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
- জাহাঙ্গীর শাহ হেলাল, সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি
- হাসান আহমদ, চেয়ারম্যান, জকিগঞ্জ সদর ইউপি
- ইসমাইল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
- মাওলানা বিলাল আহমদ ইমরান, সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম, জকিগঞ্জ
- মাওলানা আব্দুর রহিম কামালী, সভাপতি, আনজুমানে আল-ইসলাহ, কাজলসার ইউপি
সমাবেশের সভাপতিত্ব করবেন এম এ রশীদ বাহাদুর, সাবেক চেয়ারম্যান, কাজলসার ইউনিয়ন পরিষদ।
সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
