পুলিশি দুর্ব্যবহার ও ঘুষ–বাণিজ্যের প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধনের ডাক


জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জে পুলিশি দুর্ব্যবহার, ঘুষ–বাণিজ্য, মামলা–বাণিজ্য ও অনিয়মের অভিযোগে থানা পুলিশের ওসির প্রত্যাহারসহ স্বচ্ছ তদন্তের দাবিতে আগামীকাল শনিবার এম.এ হক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ‘জুলাই গণঅভ্যুত্থানের বীর ছাত্র–জনতা’ আয়োজিত এই কর্মসূচি ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৫ জুলাইয়ের আন্দোলনে আহতদের ওপর পুলিশি আচরণ, অভিযোগ গ্রহণে গড়িমসি, টাকার বিনিময়ে অপরাধীর ছাড়পত্র এবং ঘুষ–দুর্নীতির নানা অভিযোগে জকিগঞ্জবাসীর মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও দায়ীদের বিচারের দাবিতেই এ মানববন্ধনের আয়োজন।

তরুণদের বিভিন্ন দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম—“ঘুষখোর পুলিশ হুশিয়ার, জনতার রায়ে হবে বিচার!”, “মামলা দিয়ে ভয় দেখানো বন্ধ করো—জবাবদিহির ব্যবস্থা করো!”, “পুলিশ নয়, আইন বড়—ন্যায়বিচার নিশ্চিত করো!”, “পুলিশ রাষ্ট্রের চাকর, মালিক হলো জনগণ!”


জুলাইয়ের আন্দোলনে আহতদের প্রতি অবহেলা ও দুর্ব্যবহার বন্ধে আয়োজকরা বলেন—“টাকার বিনিময়ে অপরাধীদের মুক্তি দেওয়া যাবে না”, “জুলাইয়ের রক্তের মর্যাদায় দুর্নীতি চলবে না”, “আহতদের অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।”

তারা আরও জানান, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত ছাড়া প্রত্যাহার বা গোপন করার চেষ্টা করা হলে তা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। এ দেশের আইন–শৃঙ্খলা বাহিনী জনগণের করের টাকায় পরিচালিত—তাই তাদের প্রতিটি কর্মকাণ্ডেই জবাবদিহি নিশ্চিত করতেই হবে।

মানববন্ধনটি আগামীকাল শনিবার সকাল ১১টা, জকিগঞ্জের এম.এ হক চত্বরে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ গণসমাবেশে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন