সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহিদুর রহমান। সাধারণ সম্পাদক এম. রুহেল লস্কর সভা পরিচালনা করেন।
সভায় বক্তারা জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুমান উদ্দিন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে। তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান যে, নুমান হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জাহেদ আহমদ, মুহাম্মদ মুজিবুর রহমান, বিলাল আহমদ, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, সহ পচার সম্পাদিত আমিনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক গোলজার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও নবীন সদস্যবৃন্দ। সভা সর্বশেষ নবীন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ও আর্থ-সামাজিক সহায়তা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আলোচনা করে সমাপ্ত হয়।
