জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের গোয়াইনঘাট প্রতিনিধি হলেন মতিউর রহমান


স্টাফ রিপোর্ট 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তরুণ ও উদীয়মান সংবাদকর্মী মতিউর রহমান জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখার পর সম্প্রতি পত্রিকাটির প্রধান সম্পাদক করিম আহমদ স্বাক্ষরিত এক পত্র ও প্রেস আইডি কার্ডের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি এখন থেকে রূপালী বাংলাদেশ পত্রিকার গোয়াইনঘাট উপজেলা থেকে নিয়মিত সংবাদ প্রেরণ করবেন।

মতিউর রহমান দীর্ঘদিন ধরে সৎ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। তিনি এর আগে দৈনিক সিলেটের কাগজ, জাতীয় দৈনিক পর্যবেক্ষণভোরের আকাশ  পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্থানীয় দৈনিক পূণ্যভূমি পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি ছাড়াও সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্বও পালন করছেন।

নিজের নিয়োগ প্রসঙ্গে মতিউর রহমান বলেন, “জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের মতো একটি পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি সম্পাদক, প্রকাশক ও সিলেট ব্যুরো প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সহকর্মী সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি। আমি দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা অব্যাহত রাখব।”

এদিকে তাঁর এই নিয়োগে গোয়াইনঘাটের সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন