জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব স্থানীয় সোনার বাংলা হলরুমে অনুষ্ঠিত হয়
পরিষদের সহসভাপতি আলি আহসান এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মিজান রাজ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর খলাছড়া সমাজসেবা পরিষদের কোষাধ্যক্ষ মুনিম আহমদ, পরিষদের উপদেষ্টা সুলাইমান আহমদ ও মনোরঞ্জন মণি।
এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, সাংগঠনিক সম্পাদক সুবোধ বিশ্বাস, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিছবাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ রুবেল, দপ্তর সম্পাদক মইন উদ্দিন মনই, প্রবাসী কল্যাণ সম্পাদক অজয় রায় এবং সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম রাজু।
সভায় পরিষদের প্রয়াত সদস্যদের স্মরণ করা হয়—সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইকবাল তালুকদার, সাবেক সহসভাপতি মরহুম এন আই সুজন ও সাবেক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান বিষয়ক সম্পাদক বাবু সুশিল বিশ্বাস।
উল্লেখ্য, ‘জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ’ জকিগঞ্জের প্রবাসীদের সৃষ্টি প্রথম সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি জকিগঞ্জের বিভিন্ন দাবি আদায়, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
আলোচনা সভা শেষে প্রবাসী ও অতিথিদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়।