জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহতাব উদ্দিনকে প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা


স্টাফ রিপোর্ট 

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও তরুণ সংবাদকর্মী মাহতাব উদ্দিনের প্রবাস যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে জকিগঞ্জের আটগ্রাম স্টেশনে এই সংবর্ধনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে প্রবাসগামী এই সদস্যকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা সভায় বক্তারা বলেন—মাহতাব উদ্দিনের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সাংবাদিকতার প্রতি অনুরাগ জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল করেছে। তার প্রবাস জীবন সফল হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, বিদেশের মাটিতে থেকেও তিনি যেন প্রবাসী জকিগঞ্জবাসীর কাছে উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম ও এলাকার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেন—এটাই সবার প্রত্যাশা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মঞ্জুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, ক্রীড়া সম্পাদক আজাদুর রহমান, সদস্য সাইফুর রহমান, সংবাদকর্মী মাজহারুল ইসলাম চৌধুরী ও আখতারুজ্জামান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন