সর্বক্ষেত্রে রাসূল (সা.) এর প্রতি আদব রক্ষা করতে হবে — আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী


নিজস্ব প্রতিবেদক:


দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি আদব রক্ষা করা অত্যন্ত জরুরি বিষয়। যারা রাসূল (সা.)-এর শানে বেয়াদবি করে, তাদের মধ্যে নেফাক রয়েছে। মুনাফিকরা রাসূল (সা.)-এর সঙ্গে বেয়াদবি করেছিল— সাহাবায়ে কেরাম তাদের উপযুক্ত জবাব দিয়েছেন।

তিনি বলেন, বুখারী শরীফে বর্ণিত এক হাদীসে উল্লেখ আছে যে, একদা রাসূল (সা.) স্বীয় গাধায় চড়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মহল্লায় গেলে সে বলে— “তুমি এখান থেকে সরে যাও, তোমার গাধার গন্ধে আমার কষ্ট হচ্ছে।” এ সময় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা.) বলেন— “রাসূল (সা.)-এর গাধা তোমার চেয়ে অধিক সুগন্ধিযুক্ত।”

ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন, সাহাবায়ে কেরাম রাসূল (সা.)-এর প্রতি এমন মর্যাদা রেখেছিলেন যে, নবীজির গাধাকে হেয় করাও তারা সহ্য করতেন না।

মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী আরও বলেন, “আজকাল কিছু মানুষের মুখে রাসূল (সা.)-এর শানে বেয়াদবিমূলক শব্দ শোনা যায়। মাওলানা মওদূদী সাহেব হাদীসের রাবীগণকে ‘সাংবাদিক’ বলেছেন— আহলে হাদীস আলিম আসাদুল্লাহ গালিব এটিকে বেয়াদবি বলেছেন। হাদীসের রাবীদেরকে সাংবাদিক বললে যদি বেয়াদবি হয়, তবে রাসূল (সা.)-কে সাংবাদিক বলা কুফরি থেকে কম নয়। আহলে হাদীসদের এই বিষয়ে স্পষ্ট ফতোয়া দেওয়া উচিত।”

গত বুধবার (২৯ অক্টোবর) বাদ আসর সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান ও সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক শেহাব উদ্দিন আলীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ ও আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. জাহেদুর রহমান ও কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, মহানগর সহ-সভাপতি মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, মহানগর সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিকসহ নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন