দোয়ারাবাজারে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


শাহ্ মাশুক নাঈম:

সর্বাধিক প্রচারিত শিশু-কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার দোয়ারাবাজার উপজেলা কেন্দ্রে ঐতিহ্যবাহী মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় আট শতাধিক শিক্ষার্থী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার্থী, অতিথি, অভিভাবক ও সুধীজনদের উষ্ণ স্বাগত জানান দোয়ারাবাজার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ফোরামের জেলা পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পৃষ্ঠপোষক আজিজুর রহমান, মাহবুবুর রহমান, শাহিন আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সালমান আহমদ, আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ, হাফিজ বিল্লাল হোসাইন, মারুফ খন্দকার ও আব্দুল কুদ্দুস।

অতিথি হিসেবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, ফোরামের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার, এবং দোয়ারাবাজার উপজেলা শাখার উপদেষ্টা ডা. হারুন অর রশীদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন