মৌলভীবাজার প্রতিনিধি
অনেকদিন ধরেই নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিল মৌলভীবাজার সদর উপজেলার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও এর প্রধান শিক্ষক রাশেদা বেগমকে ঘিরে বিতর্ক। শেষ পর্যন্ত সেই বিতর্কের অবসান ঘটিয়ে শিক্ষা কর্তৃপক্ষের তদন্তে প্রমাণিত হলো তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) দীর্ঘ অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) মো. নাজিম উদ্দিন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, “মৌলভীবাজার জেলার সদর উপজেলাধীন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে অভিযোগসমূহ প্রমাণিত হয়েছে। এমতাবস্থায়, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিদ্যালয় পরিচালনা প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।”
এছাড়া, আদেশে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী প্রধান শিক্ষক বা সেই পদ শূন্য থাকলে জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করার নির্দেশ দেওয়া হয়।
এ নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আলোচিত ছিলেন রাশেদা বেগম। অবশেষে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পথ খুলে গেল।