সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছে। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চাইছে বাংলাদেশ।
টসে হেরে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের পেসাররা একের পর এক উইকেট তুলে নেন। মাত্র ১৪ রানে ১০ বলে ওপেনার ম্যাক্স ও’দোদকে আউট করেন নাসুম আহমেদ। পরের বলেই তেজা নিদামানুরু ফিরে যান নাসুমের শিকারে। এরপর বিক্রমজিত সিং দলের ৩৭ রানের মাথায় বিদায় নেন, তারাও ফেরান তাসকিন আহমেদ।
পাওয়ারপ্লেতে ৬ ওভারে ৪০ রান তুললেও ৩ উইকেট হারায় ডাচরা। মাঝের পর্যায়ে শারিজ আহমেদ ১৭ বলে ১২ রান করেন, তানজিম হাসান সাকিব তাকে ফিরিয়ে দেন। শেষ দিকে দলের হাল ধরেন আরিয়ান দাত, তবে তাকে ২৪ বলে ৩০ রানে আউট করে শেখ মেহেদী হাসান। ১৭.৩ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ থেমে যায় মাত্র ১০৩ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ তিনটি উইকেট নেন, দুইটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান একটি করে উইকেট তুলে নেন।