সিলেটে নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

 

এশিয়া কাপের আগে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন চিত্র। ব্যাটিং অনুশীলনের পরিবর্তে বাংলাদেশ আবারও ভরসা রাখল বোলারদের ওপর। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে টাইগাররা বোলিং দাপট দেখিয়ে সহজ জয় পেয়েছে এবং সিরিজ নিশ্চিত করেছে।

সোমবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। শুরু থেকেই চাপের মুখে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ছিলেন দুর্দান্ত, নিয়েছেন তিনটি উইকেট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ শিকার করেছেন দুটি করে উইকেট। ডাচদের হয়ে বিক্রমজিৎ সিং ২৪ রান এবং নিচের দিকে নেমে আরিয়ান দত্ত ৩০ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি কেউ।

এরপর জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু করে দারুণভাবে। পারভেজ ইমন এবং তানজিদ তামিমের উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। ইমন ২১ বলে ২৩ রান করে ফিরে গেলেও অপর প্রান্তে তানজিদ আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। তিনি ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও দুটি ছক্কা। অধিনায়ক লিটন দাসও ছিলেন অপরাজিত, তার সংগ্রহ ১৮ রান। ফলে মাত্র ১৩.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

প্রথম ম্যাচেও একই কৌশল নিয়েছিল লিটন দাসের দল। টস জিতে বোলিং নেওয়ার পর নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। জবাবে সহজেই ৮ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজের বাকি এক ম্যাচ এখন আনুষ্ঠানিকতা মাত্র। তবে এই ম্যাচেও নতুন কিছু কম্বিনেশন কিংবা তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপের আগে এই সিরিজ বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন