টস জিতে ফিল্ডিং, শুরুতেই সাফল্যের দেখা
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নতুন বলে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতেই ফেরান হংকং ওপেনার আংশি রাথকে। এরপর বাবর হায়াত ও জিশান আলী কিছুটা চেষ্টা করলেও রান তোলার গতি বাড়াতে পারেননি।
হংকংয়ের সংগ্রহ ১৪৩
পাওয়ারপ্লের ছয় ওভারে হংকং তুলেছিল মাত্র ৩৪ রান। জিশান আলী করেন ৩৪ বলে ৩০ রান, আর অধিনায়ক ইয়াসিম মুর্তজা করেন ঝড়ো ১৯ বলে ২৮ রান। নিজাকাত খান খেলেন সবচেয়ে বড় ইনিংস ৪০ বলে ৪২ রান। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রানে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নিয়েছেন দুইটি করে উইকেট।
বাংলাদেশের ব্যাটিং: লিটন-হৃদয়ের জুটি
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১৯ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও বড় ইনিংস খেলতে পারেননি, করেন ১৮ বলে ১৪ রান। দুই ওপেনার ফেরার পর দায়িত্ব নেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়।
দুজনেই প্রথমে ধীরস্থির থেকে ইনিংস গড়েন, পরে হাত খুলে খেলতে শুরু করেন। লিটন দাস করেন ৩৯ বলে ৫৯ রান, তুলে নেন অর্ধশতক। অপরপ্রান্তে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়—৩৬ বলে ৩৫ রান। ফলে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
প্রথম ম্যাচেই জয় এনে দিলো আত্মবিশ্বাস
এশিয়া কাপে দারুণ শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটে লিটন দাসের ফিফটি আর তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসের পাশাপাশি বল হাতে রিশাদ, তাসকিন ও তানজিমের সাফল্য এনে দিয়েছে সহজ জয়। এই জয়ে আত্মবিশ্বাসী হয়ে পরের ম্যাচগুলোতে নামবে টাইগাররা।