সিলেটের এয়ারপোর্ট থানার পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নগরীর দুটি হোটেল থেকে দুই যুবক ও তিন যুবতীসহ মোট ৫ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোঃ মিজানুর রহমান নেতৃত্বে হোটেল আলী বাবা এবং হোটেল শেরাটনে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—রাকিবুল ইসলাম (১৯), মোঃ শহীদ আহমদ (২১), ফাবিয়া সুলতান (২২), মোছাঃ ডালিয়া ও মোছাঃ রুবিনা (২২)।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।