নাটক শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের উচ্ছ্বাস
মাগরিবের নামাজ শেষে শতশত মানুষ খিলা বাজারে সমবেত হয়ে নাটকভিত্তিক ভিডিও প্রদর্শনী উপভোগ করেন। প্রায় এক ঘণ্টার এই নাটকে গ্রাম আদালতের গুরুত্ব, কার্যপ্রণালী ও সুফল তুলে ধরা হয়। প্রদর্শনীর পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ। সহযোগিতায় ছিলেন খিলা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সৈয়দ এনামুল হক।
স্থানীয় এক দোকানদার জানান, “গ্রাম আদালত আছে জানতাম, তবে এভাবে সহজে মামলা নিষ্পত্তি করা যায় তা নাটক না দেখলে বুঝতাম না।”
এক নারী দর্শক বলেন, “ছোটখাটো পারিবারিক সমস্যা বা জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসায় গ্রাম আদালতের ওপর এখন আস্থা রাখতে পারব।”
কিশোর-কিশোরীরাও কুইজে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
উপস্থিত দর্শকরা এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান। তাদের মতে, সচেতনতামূলক এ কার্যক্রম গ্রাম আদালতের প্রতি জনগণের আস্থা বাড়াবে।
উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ বলেন, “খিলা ইউনিয়নে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে প্রথম ধাপ শেষ হলো। পর্যায়ক্রমে মনোহরগঞ্জ উপজেলার সব ইউনিয়নে একইভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”