জকিগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুশিয়ারা নদীর ডাইক সংলগ্ন বাবুরবাজারগামী সিএনবি রাস্তায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করে থানা পুলিশ। পরে দেহ তল্লাশিতে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রায়হান উদ্দিন রেহান (৪৫)। তিনি জকিগঞ্জ সদর ইউনিয়নের লালাগ্রামের মৃত মকদ্দছ আলীর ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/১০(গ)/৪১ ধারায় মামলা (নং-০৩, তারিখ ০৬/০৯/২০২৫ ইং) দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন