জকিগঞ্জ প্রতিনিধি ::
সন্ধ্যার অন্ধকার নামতেই সিলেটের জকিগঞ্জ চেকপোস্ট বাজার এলাকায় নেমে এলো হাহাকার। এক মোটরসাইকেল দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে রক্তাক্ত হলেন তিনজন পথচারী ও যাত্রী।
আহতরা হলেন— নয়াবাজার গ্রামের তরুণ হাসান আহমদ, কসকনকপুর খোঁজারমহল্লার মানসিক ভারসাম্যহীন দিপু আহমদ এবং এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ।
স্থানীয়রা জানান, হঠাৎ করে দিপু আহমদ ছুটে গিয়ে মোটরসাইকেলের সামনে পড়লে চালক হাসান প্রাণপণ চেষ্টা করেন তাকে বাঁচাতে। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল! নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে তিনজনই গুরুতর জখম হন।
ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে পাঠান। তবে গুরুতর আহত বাইকচালক হাসান আহমদের অবস্থা এখনও আশঙ্কাজনক।
এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। স্থানীয়রা বলছেন— “একটু সতর্কতা যদি থাকত, হয়তো এ দুর্ঘটনা ঘটতো না।”