বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার (২৭ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা) দেশের আটটি বিভাগের মধ্যে অন্তত সাতটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে উড়িষ্যা উপকূলসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত অক্ষ সক্রিয় রয়েছে। এর ফলে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
এ অবস্থার প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে।
এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল এই চার বিভাগে দুই একটি স্থানে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।